সাকিবকে নিয়ে যা বললেন বিসিবি কর্মকর্তা

আগের সংবাদ

আদালতে যাবো মামলা করতে

পরের সংবাদ

ইকুয়েডরে ভূমিকম্পে নিহত ১৪

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ৮:৩৮ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ৮:৩৮ পূর্বাহ্ণ

উত্তর আমেরিকার দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২০ জনেরও বেশি।

স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) দুপুরে ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলের গুয়ায়াস প্রদেশের বালাও শহরে ভূমিকম্পটি আঘাত হানে। শহরটিতে প্রায় ৩০ লাখ মানুষ বাস করে। খবর বিবিসির।

জানা গেছে, দক্ষিণের প্রদেশ এল ওরো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ধসে পড়া বাড়ির ভিতরে অনেকে আটকে আছেন।

এল ওরোতে ১১ জন এবং আজুয়ায় প্রদেশে একজনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ম্যাগালি এসকান্ডন নামের কুয়েনকার এক ব্যবসায়ী বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি রাস্তায় বেরিয়ে দেখি লোকেরা আতঙ্কে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করেছে।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রেসিডেন্ট গুইলারমো লাসো ইকুয়েডরবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জরুরি সহায়তা দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়