ইকুয়েডরে ভূমিকম্পে নিহত ১৪

আগের সংবাদ

ব্যাংকের টাকা লুট: অপরাধ স্বীকার করে জবানবন্দি ২ আসামির

পরের সংবাদ

সাংবাদিকদের শাকিব খান

আদালতে যাবো মামলা করতে

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ৮:৪০ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ৮:৪১ পূর্বাহ্ণ

আমি গুলশান থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। তাই আমি আগামীকাল আদালতে মামলা করতে যাব।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় শনিবার (১৮ মার্চ) রাতে রহমত উল্লাহ নামে কথিত এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে এসে সাংবাদিকদের এসব কথা জানান চিত্রনায়ক শাকিব খান।

শনিবার (১৮ মার্চ) দিনগত রাতে জনপ্রিয় চিত্র নায়ক শাকিব খান মামলার উদ্দেশে গুলশান থানায় যান। প্রায় দেড় ঘণ্টার মতো থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

এরপর সেখান থেকে বেরিয়েই শাকিব খান সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কি না আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে আমি আইনি পদক্ষেপ নিতে গুলশান থানায় এসেছি। এখানে আমাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে তাই আমি আগামীকাল আদালতে মামলা করতে যাব।

অস্ট্রেলিয়া শাকিবের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সে সম্পর্কে ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ অভিনেতা বলেন, অস্ট্রেলিয়ার আইন কি এতই দুর্বল যে আমার বিরুদ্ধে সেখানে মামলা হলে বিচার ছাড়াই আমি বাংলাদেশে চলে আসতে পারব? আপনারা খোঁজ নিয়ে দেখুন যে মামলা নম্বর উনি উল্লেখ করেছেন সেটি ভুয়া।

উল্লেখ্য, চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথের শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক। খোঁজ নিয়ে জানা যায়, তিনি ওই ছবির আসল প্রযোজক নন। আর এ ছবির আসল প্রযোজক ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়