রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের মামলায় আরো দুই আসামি নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা হলেন- হৃদয় ও মিলন। এ নিয়ে টাকা ছিনতাইয়ে জড়িত ৯ জন দোষ স্বীকার করলেন। অন্যদিকে আরেক আসামি সোহেল রানা শিশিরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার রিমান্ড চলাকালে আসামি হৃদয় ও মিলন ছিনতাইয়ের দোষ স্বীকার করে জবানবন্দি দিতে চাইলে তাদের আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত জবানবন্দি রেকর্ড করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে মামলার সুষ্ঠু তদন্তের জন্য আরেক আসামি সোহেল রানা শিশিরকে ১০ দিনের রিমান্ড চাইলে একই আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৯ মার্চ সকালে উত্তরা থেকে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়। দিনের আলোতে রাস্তা থেকে নজিরবিহীন এ ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ওইদিন রাতেই মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে তুরাগ থানায় মামলাটি করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।