×

সারাদেশ

মুক্তিযোদ্ধা ও প্রবীণ আ. লীগ নেতা তাহের আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৩:০৯ পিএম

মুক্তিযোদ্ধা ও প্রবীণ আ. লীগ নেতা তাহের আর নেই

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। ফাইল ছবি

লক্ষ্মীপুরের বহুল আলোচিত জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও একটানা ৩ বারের সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মারা গেছেন। গত কয়েক মাস ধরে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শনিবার (১৮ মার্চ) দুপুর ১-৪৫ মিনিটের সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাজার মানুষ ছুটে আসেন তাকে এক নজর দেখার জন্য।

তিনি সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তোলেন। মুজিবাদী তাহের নামে পরিচিত ছিলেন তিনি। জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা পৌর মেয়রের দায়িত্বে থাকাকালীন লক্ষ্মীপুর পৌর এলাকাকে একটি মডেল পৌরসভায় রূপ দিয়েছিলেন। অসংখ্য স্কুল, কলেজ, উপাসনালয়সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান স্থাপন করে জন নন্দিত হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App