×

খেলা

বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বৈরথ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৮:৪২ এএম

বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বৈরথ আজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও টি স্পোর্টস। এই সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২৩ মার্চ।

ম্যাচকে সামনে রেখে গতকাল গা গরম করে টাইগাররা। দলের সঙ্গে যোগ দেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কিছুদিন আগেই ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা এবার ছক কষছে আইরিশদের হারানোর। সাম্প্রতিক ফর্ম, কন্ডিশন আর শক্তিমত্তার দিক থেকে আইরিশদের চেয়ে এগিয়ে থাকলেও এই সিরিজ নিয়ে সতর্ক টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সিরিজ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আয়ারল্যান্ড খুবই বিপজ্জনক দল। তাদের সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। আমরা আয়ারল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছি না। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছি তাদের বিপক্ষেও আমাদের মানসিকতা একই। আমরা তাদের সম্মান করছি। তবে আমরা কোনো প্রতিপক্ষকে ভয় পাই না। যে কোনো দলের বিপক্ষে এটাই আমাদের একমাত্র মন্ত্র। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। আমরা যখন আমাদের সেরা ক্রিকেট খেলি তখন যে কোনো দলকেই হারাতে পারি।’

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২০০৮ সালে প্রথম বাংলাদেশ সফরে আসে আয়ারল্যান্ড। সফরকারীদের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। এর মধ্যে জয়ের পাল্লা ভারী টাইগারদের দিকেই। সাতটি জয়ের বিপরীতে হেরেছে দুইটি ম্যাচে। আর অপর ম্যাচটি পরিত্যক্ত হয়। ২০১৯ সালে ত্রিদেশীয় টুর্নামেন্টের ম্যাচে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ৬ উইকেটের বড় জয় পায় টাইগাররা। ২০১৬ সালের ও এ বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ ছাড়া ২০১৫ সাল থেকে ঘরের মাঠে ওয়ানডেতে কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। এই ম্যাচে সাকিব ও মুশফিকের সামনে ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে। ৭ হাজার রানের মালিক হতে সাকিবের প্রয়োজন ২৪ রান। আর মুশফিকের প্রয়োজন ৯৯ রান। এছাড়া সামনে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলে একাধিক পরিবর্তন আসতে পারে বলেও আভাস দেন হাথুরুসিংহে। পাশাপাশি ওয়ানডে দলে সুযোগ না পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ ভাবনায় রেখেছেন এই কোচ।

অপরদিকে এই সিরিজের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে আত্মবিশ্বাসী আইরিশরা। এছাড়া প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসে জয়ের ব্যাপারে আশাবাদী আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর মাত্র তিনটি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আইরিশ অধিনায়ক বলেন, ‘এটি আমাদের জন্য একটি ভিন্নরকম সফর। ওয়ানডের পর টি-টোয়েন্টি, তারপর টেস্ট। এই সিরিজ আমদের জন্য চ্যালেঞ্জ হতে চলেছে। টেস্টে খেলতে পারা আমাদের জন্য ভিন্ন অভিজ্ঞতা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সব দলই টেস্ট খেলে আসছে। আমাদের এটি দ্রুত শিখতে হবে। সংস্করণ যেটাই হোক আমাদের খেলোয়াড়দের প্রতি আস্থা রাখতে হবে। তাহলে সামনের দিনগুলোতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। আপনি সব সময়ই বাংলাদেশে আসতে চাইবেন এবং ভালো ক্রিকেটারদের বিপক্ষে নিজেকে পরীক্ষা করতে চাইবেন।’

২০২০ সালে সিলেটের মাঠে সর্বশেষ ওয়ানডে খেলা হয়েছে । এরপর এই মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। তবে বিপিএলে সিলেটের মাঠে খেলেছেন আইরিশ অধিনায়ক বালবির্নি ও পেস বোলিং অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার। এই মাঠে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে জানিয়ে বালবির্নি বলেন, ‘সিলেট খুব বেশি ওয়ানডে খেলা হয়নি। বিপিএলের সময় আমি এই মাঠে খেলেছি। কার্টিসও খেলেছে। এছাড়া বেশ কয়েকজন ক্রিকেটার এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। এই মাঠ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে। এমন জায়গায় খেলতে এলে এসব অনেক সাহায্য করে। দেশের বাইরে খেলতে এলে নানা কন্ডিশনে মানিয়ে নিতে হয়। দলের বাকিদের সঙ্গে যত দ্রুত সম্ভব এসব তথ্য শেয়ার করা নিশ্চিত করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App