×

সারাদেশ

পানছড়িতে জেএসএসের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৩:৩০ পিএম

পানছড়িতে জেএসএসের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

পানছড়িতে জেএসএসের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ

খাগড়াছড়ির পানছড়িতে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রতিবাদে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পানছড়ি ভাতৃঘাতি প্রতিরোধ কমিটি।

শনিবার (১৮ মার্চ) দুপুরে প্রায় পাঁচ শতাধিক জনসাধারণ নিয়ে লোগাং ইউপি'র বাবুরা পাড়া এলাকা হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লোগাং উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে শেষ হয়।

এসময় সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা'র সঞ্চালনায় পানছড়ি ভাতৃঘাতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শান্তি জীবন চাকমা র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, ভুমিধর রোয়াজা, মিথি চাকমা, সভাপতি কার্বারী এসোসিয়েশন পানছড়ির তরুন জ্যোতি চাকমা, মন্দিরা চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, বৈসাবি (বৈসু, সাংগ্রাই, বিজু) উপলক্ষে পাহাড়ের মানুষকে আতংকে রেখে ফায়দা লুটতে চেষ্টা করছে সন্তু লারমা'র বাহিনী। আর এতো সংঘাত নয়, সন্তু লারমা'র প্রতি আহ্বান তিনি যেন ভাতৃঘাতি সংঘাত বন্ধ করেন।

এছাড়া বক্তারা আরো বলেন, আমাদের জুম্ম জাতির অধিকার রক্ষায় আমাদের প্রতিবাদ করতে হবে। আর কারো মা-বাবা, ভাই-বোন যেন না হারায় সে আশা রাখছি। আমরা কোনো পক্ষের নই। তাই অধিকার আদায়ে সকলে হাতে হাত রেখে কাজ করবো। এর বিনিময়ে যদি জীবনও চলে যায়, আমরা প্রস্তুত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App