×

আন্তর্জাতিক

ইউক্রেনকে ‘অকেজো’ যুদ্ধবিমান দেয়া হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১২:০০ এএম

ইউক্রেনকে ‘অকেজো’ যুদ্ধবিমান দেয়া হচ্ছে

ফাইল ছবি

সম্প্রতি ন্যাটোর দুই সদস্য দেশ পোল্যান্ড ও স্লোভাকিয়া ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দেয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে পোল্যান্ড কিয়েভকে চারটি বিমান ও শুক্রবার দ্বিতীয় দেশ হিসেবে স্লোভাকিয়া ১৭টি বিমান দেবে বলে জানিয়েছে।

এসব যুদ্ধবিমানকে ‘পুরনো ও অকেজো’ বলে দাবি করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ বলেন, ইউক্রেনকে যেসব যুদ্ধবিমান দেয়া হবে তার সবগুলোক লক্ষ্য করে হামলা চালানো হবে। এছাড়া সোভিয়েত শাসনামলের মিগ-২৯ যুদ্ধবিমান সম্পর্কে তিনি বলেছেন, ‘মনে হচ্ছে এ দেশগুলো পুরনো, অকেজো ও অপ্রয়োজনীয় সরঞ্জাম বিলিয়ে দিতে নেমেছে।’

তিনি আরো বলেন, যুদ্ধবিমান আমাদের বিশেষ সামরিক অভিযানে কোনো প্রভাব ফেলবে না। এটি ইউক্রেন ও ইউক্রেনীয়দের জন্য শুধুমাত্র আরো দুর্ভোগ বয়ে আনবে। বিশেষ সামরিক অভিযান চলার সময়, এসব সরঞ্জাম আমাদের হামলার লক্ষ্যবস্তুতে থাকবে।

প্রসঙ্গত, গত দুই মাস ধরে অব্যাহতভাবে যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। এরই অংশ হিসেবে ন্যাটোভুক্ত এই দুই দেশ বিমান দিতে সম্মত হয়েছে।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App