×

সারাদেশ

আত্রাইয়ে ঘের দিয়ে মাছ শিকার, ৩০০ মি. জাল জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৪:০০ পিএম

আত্রাইয়ে ঘের দিয়ে মাছ শিকার, ৩০০ মি. জাল জব্দ

ছবি: ভোরের কাগজ

নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই নদীতে বাঁশ পুতে নদী ঘেরাও করে অবৈধভাবে মাছ শিকারের অপচেষ্টা করায় নেট জাল জব্দ করা হয়েছে। জালগুলোর দৈর্ঘ্য প্রায় ৩০০ মিটার, যার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের আত্রাই গুড় নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আমিনুল এহসান নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে প্রায় ৩০০ মিটার জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় আনুমানিক দেড় লাখ টাকা।

তিনি আরো বলেন, জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় অভিযানকে আরো জোরদার করার নির্দেশনা দিয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App