৩০ হাজার কোটি ডলার ধার করলো মার্কিন ব্যাংকগুলো

আগের সংবাদ

ফসকে গেল সাকিবের সেঞ্চুরি

পরের সংবাদ

১৫ মাসে জ্বালানি তেলের দাম সবচেয়ে সস্তা

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ৫:০৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ৫:০৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন অব্যাহত আছে।

শুক্রবারও (১৭ মার্চ) জ্বালানি পণ্যটির দাম ব্যাপক কমেছে। গত ১৫ মাসের মধ্যে যা সবচেয়ে সস্তা। খবর রয়টার্স, সিএনবিসির।

বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে অস্থিরতা বিরাজ করছে। তাতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ঝুঁকি সৃষ্টি হয়েছে। ফলে তেলের মূল্য হ্রাস পেয়েছে।

এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে ১ ডলার ৫৯ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৭৩ ডলার ১১ সেন্টে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য নিম্নমুখী হয়েছে ১ ডলার ৪৩ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৬৬ ডলার ৯২ সেন্টে।

এ নিয়ে টানা চারদিন উভয় বেঞ্চমার্কের দর পড়লো। ২০২১ সালের ডিসেম্বরের পর তেলের দাম এত কমেনি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়