প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ৩:৫১ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ৩:৫১ অপরাহ্ণ
ছবি: ভোরের কাগজ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটা উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে হাসপাতালের রোগি ও মাদ্রাসার এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্য ৬টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের রোগী এবং স্থানীয় মাদ্রাসার এতিম শিশুদের মাঝে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে খাবারগুলো তুলে দেন জেলার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম আ. রশিদ জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য ইকবাল হোসেন ও পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (শহিদুল গাজী)। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অহিদুজ্জামান রনি, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তানভীরসহ অন্যান্য নেতাকর্মীরা।
হাসপাতালের রোগী ও এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সব সময় সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।