শান্তিগঞ্জে সংঘর্ষ: সাবেক চেয়ারম্যান শহীদসহ গ্রেপ্তার ৪

আগের সংবাদ

রমজানে ইসরায়েলি পণ্য বয়কটে যুক্তরাজ্যে প্রচারণা

পরের সংবাদ

সাকিবের আরেক মাইলফলক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ৪:২৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ৪:২৬ অপরাহ্ণ

মাত্র ২৪ রান দূরে থেকে খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত সহজেই সেই মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শনিবার (১৮ মার্চ) সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে কার্টিস ক্যাম্ফারের বলে মিড অফে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে সাত হাজার রান পূর্ণ করেন তিনি। বাংলাদেশের হয়ে প্রথম এই মাইলফলক স্পর্শ করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একদিনের ক্রিকেটে সাত হাজার রান করলেন সাকিব।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে ৩০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান সাকিব। প্রথম টাইগার বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

বিশ্বে সব মিলিয়ে ওয়ানডেতে সাত হাজার রান সংগ্রহ ও ৩০০ উইকেট শিকারের রেকর্ড ছিল মাত্র দুজনের। তারা হলেন শ্রীলঙ্কার মাতারা হারিকেন খ্যাত সনাৎ জয়াসুরিয়া ও পাকিস্তানের বুমবুম শহীদ আফ্রিদির।

এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে এমন ‘ডাবল’ অর্জন করলেন সাকিব। যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে নিঃসন্দেহে বলা হয় যে, বিশ্ব ক্রিকেটে আরো নজির স্থাপন করবেন তিনি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়