সাংবাদিক আনিস-সুভাষ স্মরণে শ্যামল দত্ত

আগের সংবাদ

শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সপ্রশংস মোদি

পরের সংবাদ

‘রাবেয়া খাতুন স্বপ্নের সংগ্রামী’ গ্রন্থের প্রকাশনা উৎসব

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ১০:২১ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ১০:২১ অপরাহ্ণ

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে নিয়ে লেখা ‘রাবেয়া খাতুন: স্বপ্নের সংগ্রামী’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকেলে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাবেয়া খাতুনের কন্যা রন্ধনবিদ কেকা ফেরদৌসীর সভাপতিত্বে ও আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। রাবেয়া খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করেন কথাসাহিত্যিক আনিসুল হক, আনোয়ারা সৈয়দ হক, কবি নাসির আহমেদ, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, ইমদাদুল হক মিলন, প্রকৃতিবিদ মুকিত মজুমদার বাবু, রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের পক্ষ থেকে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম অনন্যা প্রকাশনীর কর্ণধার মনিরুল হক।

বক্তারা বলেন, রাবেয়া খাতুন অমর থাকবেন তার লেখনীর মাধ্যমে। তার লেখা মানুষকে জাগ্রত করেছে। রাবেয়া খাতুনের লেখা নিয়ে নাটক সিনেমা তৈরি হয়েছে। তিনি তার সৃষ্টির মাধ্যমে বাঙালির হৃদয়ে থাকবেন চিরদিন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়