রাহুলকে সংসদে কথা বলতে দেবে না বিজেপি

আগের সংবাদ

সোনার দাম এক লাখ ছুঁইছুঁই

পরের সংবাদ

বিপিজেএ সদস্যদের একসঙ্গে কাজ করতে বললেন স্পিকার

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ৯:৩৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ৯:৩৬ অপরাহ্ণ

জাতীয় সংসদের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করতে জাতীয় সংসদ ও বিপিজেএর সদস্যদের একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (১৮ মার্চ) পূর্বাচল ক্লাবে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ফ্যামেলি ডে-২০২৩ (পরিবার দিবস-২০২৩) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি, মৃণাল কান্তি দাস বক্তব্য রাখেন।

স্পিকার বলেন, জাতীয় সংসদের তথ্য ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। সাংবাদিকদের মিলনমেলায় উপস্থিত হতে পারা সত্যিই আনন্দের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

বিপিজেএর সহ-সভাপতি মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপিজেএর সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক উত্তম চক্রবর্তীসহ বিপিজেএর সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়