আখাউড়ায় মাদক ব্যবসায়ী-গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত

আগের সংবাদ

বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে প্রবাসীদের প্রতি মেয়র আতিকের আহ্বান

পরের সংবাদ

পানছড়িতে জেএসএসের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ৩:৩০ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ৩:৩০ অপরাহ্ণ

খাগড়াছড়ির পানছড়িতে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রতিবাদে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পানছড়ি ভাতৃঘাতি প্রতিরোধ কমিটি।

শনিবার (১৮ মার্চ) দুপুরে প্রায় পাঁচ শতাধিক জনসাধারণ নিয়ে লোগাং ইউপি’র বাবুরা পাড়া এলাকা হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লোগাং উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে শেষ হয়।

এসময় সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা’র সঞ্চালনায় পানছড়ি ভাতৃঘাতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শান্তি জীবন চাকমা র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, ভুমিধর রোয়াজা, মিথি চাকমা, সভাপতি কার্বারী এসোসিয়েশন পানছড়ির তরুন জ্যোতি চাকমা, মন্দিরা চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, বৈসাবি (বৈসু, সাংগ্রাই, বিজু) উপলক্ষে পাহাড়ের মানুষকে আতংকে রেখে ফায়দা লুটতে চেষ্টা করছে সন্তু লারমা’র বাহিনী। আর এতো সংঘাত নয়, সন্তু লারমা’র প্রতি আহ্বান তিনি যেন ভাতৃঘাতি সংঘাত বন্ধ করেন।

এছাড়া বক্তারা আরো বলেন, আমাদের জুম্ম জাতির অধিকার রক্ষায় আমাদের প্রতিবাদ করতে হবে। আর কারো মা-বাবা, ভাই-বোন যেন না হারায় সে আশা রাখছি। আমরা কোনো পক্ষের নই। তাই অধিকার আদায়ে সকলে হাতে হাত রেখে কাজ করবো। এর বিনিময়ে যদি জীবনও চলে যায়, আমরা প্রস্তুত।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়