লাইভে গিয়ে ভুল করেছি: মাহি

আগের সংবাদ

ড. ইউনূস, খোলা চিঠি ও বন্ধুত্বের মায়াকান্না

পরের সংবাদ

ক্যাম্পে রোহিঙ্গা খুন

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ১১:০৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ১১:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে হাফেজ মাহবুব (২৭) নামের রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) ১৯ নং ক্যাম্পের ডি/৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ক্যাম্প,-১২ জি/৭ সংলগ্ন ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী সংবাদের সত্যতা জানিয়ে বলেন, পাঁচ-ছয়জন সন্ত্রাসী ১২ নং ক্যাম্পের জি/৭ সংলগ্ন ব্লক হতে হাফেজ মাহবুব নামের রোহিঙ্গাকে ২ রাউন্ড বুকে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের রোহিঙ্গা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে ১২ নং ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করতে ও প্রশাসনকে সহায়তা করে থাকেন। এ কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়