কানাডার মন্ট্রিয়ল শহরে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
রেডিও কানাডার বরাত দিয়ে শুক্রবার (১৭ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে সিবিসি নিউজ। ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে মন্ট্রিয়ল হার্ট ইনস্টিটিউটের কাছে বড় আকারের একটি পুলিশি অভিযান পরিচালিত হয়।
মন্ট্রিয়লের বেলেঙ্গার স্ট্রিটে একটি বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এখনো কিছু জানায়নি। অপরদিকে পুলিশের হস্তক্ষেপের কারণে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির জরুরি চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।