বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজে আইরিশদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শনিবার (১৮ মার্চ) সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুরে শুরু হয় ম্যাচটি।
আজকের ম্যাচে দলে নেই মেহেদী হাসান মেহেদি হাসান মিরাজ। হয়েছে তৌহিদ হৃদয়ের অভিষেক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাট করবে।
ইংল্যান্ড সিরিজের রেশ কাটতে না কাটতেই আয়ারল্যান্ড পরীক্ষা শুরু বাংলাদেশের। আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছিল ১৩ বছর আগে, ২০১০ সালে।
দুই দল সবমিলিয়ে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ১০ বার। বাংলাদেশের জয় ৭টি, দুটি ম্যাচ জিতেছে আইরিশরা। একটি ম্যাচের ফল হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।