আইরিশদের উড়িয়ে দিলো টাইগাররা

আগের সংবাদ

মালয়েশিয়ায় কর্মী নেয়ার প্রক্রিয়া স্থগিত

পরের সংবাদ

অভিষেকেই রেকর্ড হৃদয়ের

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ৯:১০ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ৯:১৫ অপরাহ্ণ

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে যেভাবে আলো ছড়িয়েছিলেন ব্যাটে তাতে জাতীয় দলে ডাক পাওয়াটা যেন অনুমিতই ছিলো। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই ডাক পেয়েছিলেন দলে। তবে মাঠে নামা আর হয়নি। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে অবশ্য অভিষেক হয়ে গেছে জাতীয় দলের জার্সি গায়ে। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটেও অভিষেক হয়ে গেলো বিপিএল মাতানো এই তরুণের। আর অভিষেকেই দারুণ এক রেকর্ড নিজের করে নিলেন হৃদয়।

শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বিপাকেই পড়েছিলো বাংলাদেশ। তবে সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়ে দলকে নিয়ে গড়েছেন রানের পাহাড়। ফিফটি হাকিয়ে নিজের অভিষেক তো স্মরণীয় করেছেনই, ইনিংস টেনে নিয়েছিলেন সেঞ্চুরির দিকে। তবে সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতেই ৯২ রানেই আউট হয়ে অভিষেকেই সেঞ্চুরি মিস করেন হৃদয়।

তবে ৯২ রান করেই অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেলেছেন হৃদয়। এর আগে বাংলাদেশের হয়ে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস ছিল নাসির হোসেনের। জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়