×

জাতীয়

১০ দফা দাবিতে বিএনপির সমাবেশ শনিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৭:৩৯ পিএম

যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি এবং ‘সরকারের সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে শনিবার (১৮ মার্চ) ঢাকাসহ দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরকারের দুর্নীতিকে জনগণের সামনে তুলে ধরতে এখন থেকে ধারবাহিকভাবে নানা কর্মসূচি দেয়া হবে। বিএনপির মিত্র জোট ও দলগুলোও ঢাকায় পৃথকভাবে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

তাইফুল ইসলাম টিপু জানিয়েছেন, ঢাকা মহানগরীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দুইটায় প্রতিবাদ সমাবেশ হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্য সচিব যথাক্রমে আমিনুল হক ও রফিকুল আলম মজনু। তাইফুল ইসলাম টিপু বলেন, অন্য মহানগর ও শহরগুলোতে আয়োজিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা যাবেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় নারায়ণগঞ্জ, ডক্টর আব্দুল মঈন খান খুলনা, নজরুল ইসলাম খান কুমিল্লা, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, বেগম সেলিমা রহমান রংপুরে যাবেন। এছাড়া, ভাইস চেয়ারম্যানদের মধ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সিলেট, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বরিশাল, বরকত উল্লাহ বুলু গাজীপুর, মোহাম্মদ শাহজাহান ফরিদপুর, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন রাজশাহী, শামসুজ্জামান দুদু ময়মনসিংহের সমাবেশে উপস্থিত থাকবেন।

এদিকে, বিএনপির মিত্র জোট ও দলগুলো পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, গণতন্ত্র মঞ্চ সকাল ১১টায় পল্টন মোড়, ১২ দলীয় জোট সকাল ১১টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট সকাল ১১টায় পল্টনের আল রাজী কমপ্লেক্সর সামনে, গণ ফোরাম সকাল ১১টায় মতিঝিল নটর ডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বরে, এলডিপি বিকেল তিনটায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে ও গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথকভাবে সমাবেশ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App