×

আন্তর্জাতিক

শান্তির জন্যই শি জিনপিংয়ের রাশিয়া সফর: চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৬:২৭ পিএম

শান্তির জন্যই শি জিনপিংয়ের রাশিয়া সফর: চীন

ছবি: সংগৃহীত

শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই আসন্ন রাশিয়া সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন অবশ্যই ইউক্রেন সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ‘নির্মোহ ও নিরপেক্ষ অবস্থান’ তুলে ধরবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার (১৭ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। খবর সিএনএনর।

ওয়াং ওয়েনবিন বলেন, ‘এক বাক্যে বললে চীনের দিক থেকে মূলকথা হলো, শান্তি প্রতিষ্ঠা ও আলোচনায় উৎসাহিত করা।’ কোনো দেশের নাম উল্লেখ না করে ওয়াং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের সমালোচনা করেন।

অস্ত্র বিক্রির মাধ্যমে কিছু দেশ দ্বৈত চরিত্র বজায় রাখছে বলেও অভিযোগ করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘তারা ইউক্রেন ইস্যুতে আগুনে তেল ঢালছেন।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং জানান, রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে ২০ থেকে ২২ মার্চ রাশিয়া সফর করবেন। গত বছর পুতিনের ইউক্রেন আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App