×

চিত্র বিচিত্র

ঘুমানোর জন্য কর্মীদের ছুটি দিলো ওয়েকফিট সল্যুশনস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১২:৪৩ পিএম

ঘুমানোর জন্য কর্মীদের ছুটি দিলো ওয়েকফিট সল্যুশনস

ঘুম। প্রতিকি ছবি

আজ ১৭ মার্চ, বিশ্ব ঘুম দিবস। দিবসটি উপলক্ষে ভারতের বেঙ্গালুরুর একটি প্রতিষ্ঠান ঘুমানোর জন্য প্রতিষ্ঠানটির কর্মীদের ছুটি দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এর মাধ্যমে তাদের কর্মীরা যথাযথ বিশ্রাম নিতে পারবেন। সুস্থ থাকার উপায়গুলো অনুশীলন করতে পারবে।

ওয়েকফিট সল্যুশনস নামের এই প্রতিষ্ঠানটি মূলত ঘুমানোর বিভিন্ন উপকরণ (ম্যাট্রেস, বালিশ ইত্যাদি) বিক্রির একটি প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময় ঘর সাজানোর উপকরণ বিক্রি করে জনপ্রিয়তা পেয়েছে ওয়েকফিট। প্রতিষ্ঠানটি লিংকডইনে একটি পোস্ট দিয়েছে। পরে সেই পোস্টের স্ক্রিনশট প্রতিষ্ঠানের সব কর্মীকে মেইল করে দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, বিশ্ব ঘুম দিবস উপলক্ষে বিশ্রাম নেওয়ার জন্য ১৭ মার্চ সব কর্মীকে এক দিনের ঐচ্ছিক ছুটি দেওয়া হয়েছে। দীর্ঘ সপ্তাহ শেষে তাঁদের বিশ্রাম নেওয়া প্রয়োজন। আজ সব কর্মী বিশ্রাম নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের যে মেইল পাঠানো হয়েছে, তার বিষয়ের ঘরে (সাবজেক্ট) লেখা ছিল, ‘চমকে দেওয়া ছুটির দিন: ঘুমানোর জন্য উপহার ঘোষণা’।

ওয়েকফিট সল্যুশনস কর্তৃপক্ষ কর্মীদের বলেছে, ‘আমরা যেহেতু মানুষকে ঘুমানোর বিষয়ে উৎসাহ দিয়ে থাকি, তাই আমরা বিশ্ব ঘুম দিবসকে উৎসব হিসেবে বিবেচনা করে থাকি। বিশেষত, দিনটি যখন শুক্রবার!’

তবে ওয়েকফিট সল্যুশনসের নেওয়া এমন অভিনব উদ্যোগ এবারই প্রথম নয়। এর আগে প্রতিষ্ঠানটি কর্মীদের ন্যাপ (কাজের ফাঁকে খানিকক্ষণ ঘুমিয়ে নেওয়া) নেওয়ার সুযোগ দিয়েছিল। এই নিয়মের ফলে প্রতিষ্ঠানের সব কর্মী তাঁদের দৈনন্দিন কাজের ফাঁকে আধা ঘণ্টা ঘুমিয়ে নিতে পারেন।

প্রতিষ্ঠানটির এসব উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে, প্রশংসা কুড়িয়েছে। এর মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয় যে ওয়েকফিট সল্যুশনস কর্তৃপক্ষ কর্মীদের ভালো ও সুস্থ থাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। সে সঙ্গে কর্মীদের মধ্যে নিজের যত্ন নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App