×

আন্তর্জাতিক

ককপিটে কফি পান, বিপাকে দুই ভারতীয় পাইলট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৬:১৪ পিএম

ককপিটে কফি পান, বিপাকে দুই ভারতীয় পাইলট

ছবি: সংগৃহীত

ভারতের বেসরকারি বিমান সংস্থা ‘স্পাইসজেট’-এর চলন্ত উড়োজাহাজের ককপিটে কফি ও মিষ্টি খাওয়ার অভিযোগ উঠেছে দুই পাইলটের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দুই পাইলটকে অপসারণ করেছে স্পাইসজেট কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহের শুরুতে উড়োজাহাজের কন্ট্রোল প্যানেলে রাখা একটি কফির কাপ ও মিষ্টির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর সিএনএন ও বিবিসির।

এ ঘটনায় ভারতের এভিয়েশন রেগুলেটর স্পাইসজেটের বিরুদ্ধে ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে।

এদিকে স্পাইসজেট জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। এ ছাড়া যাদের বিরুদ্ধে ছবিটি তোলার অভিযোগ উঠেছে তাদের ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ৮ মার্চ দোল উৎসবের দিন স্পাইসজেটের একটি ফ্লাইটে ওই ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। এ সময় ওই ফ্লাইটটি দিল্লি থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুয়াহাটি যাচ্ছিল।

গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি যখন তোলা হয়েছিল তখন উড়োজাহাজটি ৩৭ হাজার ফুট উচ্চতায় ছিল।

এমন ‘অপেশাদার আচরণের’ কারণে দুই পাইলটের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ। স্পাইসজেটের পক্ষ থেকে আরও জানানো হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই দুই পাইলটকে বিমান ওড়ানোর জন্য নিষিদ্ধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App