×

পুরনো খবর

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৫:৪৯ পিএম

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?

২০০৫ সালে সোহেল খানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন সালমান খান। প্রচারের সময় থেকেই এই ছবি নিয়ে বলিউডে চর্চা শুরু হয়েছিল। চর্চার বিষয় অবশ্য সলমন ছিলেন না। চর্চার কেন্দ্রবিন্দু ছিলেন এই ছবির নায়িকা স্নেহা উল্লাল। স্নেহাকে এক ঝলক দেখলে মনে হয় যে, তিনি যেন ঐশ্বরিয়া রাই বচ্চনের যমজ বোন। মুখের আদল হুবহু ঐশ্বর্যার মতোই। বলিউডে অনেকে বলাবলি করতে শুরু করেছিলেন যে, স্নেহাকে নিজের প্রাক্তন প্রেমিকার মতো দেখতে বলেই সালমান তার সঙ্গে কাজ করেছেন

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?

২০১৫ সালে ‘বেজুবান ইশক’ নামে আরো একটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন স্নেহা। কিন্তু এই ছবিটিও মুখ থুবড়ে পড়ে। তাই দক্ষিণী সিনেমাজগতেই আবার ফিরে যান তিনি। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোস্ট ওয়েলকাম’ নামের একটি বাংলা ছবিতে কাজ করেছিলেন স্নেহা। তবে বেশিদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেননি স্নেহা। সিনেমার শুটিং করার সময় তিনি হঠাৎ লক্ষ করতে শুরু করলেন যে, একটানা ৩০ থেকে ৪০ মিনিটের বেশি দাঁ[ড়িয়ে থাকতে পারছিলেন না স্নেহা। প্রথমে এই রোগকে পাত্তা না দিয়ে অনবরত কাজ করে গেছেন তিনি

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?

১৯৮৭ সালের ১৮ ডিসেম্বর ওমানে জন্ম স্নেহার। ওমানে স্কুলে ভর্তিও হয়েছিলেন তিনি। কিন্তু শৈশবের কিছু দিন ওমানে কাটানোর পর ভারতে চলে আসেন তিনি। মুম্বাইয়ে আসার পর সেখান থেকেই স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন স্নেহা। কলেজে পড়াকালীন তার সঙ্গে সালমানের বোন অর্পিতার আলাপ হয়

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?

স্নেহার সঙ্গে অর্পিতার আলাপ বাড়তে থাকায় তাদের মধ্যে ফোন নম্বরও আদানপ্রদান হয়। দু’জনে একসঙ্গে বাইরে দেখাও করতেন। কলেজে পড়ার সময় স্নেহার জীবনে কঠিন সময় এসে পড়ে। স্নেহার মায়ের ক্যান্সার ধরা পড়ে। মাকে নিয়ে ব্যস্ত থাকতেন স্নেহা। দিনের বেশির ভাগ সময় হাসপাতালে কাটাতেন তিনি

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?

কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শয্যাশায়ী হয়ে পড়েন স্নেহা। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে তিনি যখন আবার ইন্ডাস্ট্রিতে ফিরে আসার চেষ্টা করেন, তত দিনে তাকে সবাই ভুলে গেছেন। এক পুরনো সাক্ষাৎকারে স্নেহা বলেন, অভিনয় জানি না বলে যে আমি ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছি, তা নয়। বহু বছর অসুস্থ ছিলাম বলেই আমাকে কাজ করতে দেখা যায়নি। ২০২০ সালে ‘এক্সপায়েরি ডেট’ নামে একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় স্নেহাকে

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?

সালমানের অনুমতি নিয়েই অভিনয় শুরু করেন স্নেহা। বলিউড থেকে তিনি সাফল্যের যে স্বাদ পাননি, তা তাকে এনে দিল দক্ষিণী সিনেমা জগত। একের পর এক তেলুগু ছবি, এমনকি কন্নড় ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে স্নেহাকে। ২০১০ সালে আবার হিন্দি ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেন স্নেহা। ‘ক্লিক’ নামে একটি হরর ঘরানার ছবিতে শ্রেয়স তালপাড়ের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাকে। কিন্তু ছবিটি বক্স অফিস থেকে উপার্জন করতে ব্যর্থ হয়

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?

হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর হঠাৎ স্নেহার কাছে একটি ফোন আসে। ফোনের ও পার থেকে ভেসে আসে পুরুষ কণ্ঠ— ‘হ্যালো, আমি সালমান খান বলছি।’ স্নেহা ভাবতেন, কেউ মনে হয় তার সঙ্গে মশকরা করছেন। তাই কোনও কথা না বলে ফোন রেখে দিতেন তিনি। কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকল। কোনোবারই ফোনে কথা বলেননি স্নেহা। চিকিৎসার পর হাসপাতাল থেকে স্নেহার মা ফিরে এলে তাকে পুরো ঘটনা খুলে বলেন স্নেহা। এক অপরিচিত ব্যক্তি মেয়েকে ফোন করে বিরক্ত করছেন শুনে সেই নম্বরে ফোন লাগান স্নেহার মা। ফোনের ওপারে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলার পর আশ্বস্ত হন তিনি। ফোনের ওপারে ছিলেন স্বয়ং সালমান। ভাইজানই বারবার ফোন করতেন তার মেয়েকে

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?

দুই বছরের বিরতি নিয়ে কলেজের পড়়াশোনা শেষ করলেন স্নেহা। তার পর আবার অভিনয় জগতে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। তবে এবার আর বলিউডে নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেন তিনি। তবে আবার অভিনয় শুরু করার আগে সলমনের কাছে পরামর্শ চেয়েছিলেন স্নেহা। সলমন তাকে জানান, প্রথম ছবি ফ্লপ হওয়ার পরেও স্নেহা যখন প্রস্তাব পাচ্ছেন তা হলে তিনি অভিনয়জগতের জন্যই তৈরি। সালমান বলেন, আগে তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইতে। এখন ইন্ডাস্ট্রি তোমার সঙ্গে কাজ করতে চাইছে

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?

‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বর্যাকে যে লুকে দেখা গিয়েছিল, ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবির একটি গানে স্নেহার লুকও একই রকম ছিল। তা গানের প্রয়োজনে রাখা হয়েছিল না কি ঐশ্বর্যাকে ‘খুঁজে পেতে’ সালমান নিজের ইচ্ছাতেই এমন করেছিলেন, তা যদিও অজানা

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?

সালমান জানান, অর্পিতা তাকে স্নেহার বিষয়ে বলেছিলেন। সালমানের কোনও ছবিতে যদি স্নেহাকে কাজ দেয়া যায়, তা নিয়ে আগ্রহী ছিলেন অর্পিতা। স্নেহার ফোন নম্বরও সালমানকে দিয়েছিলেন অর্পিতা। বোনের কথা রাখতে সলমন তার পরবর্তী ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন স্নেহাকে। বড় পর্দায় অভিষেক হবে সালমানের হাত ধরে! এ যেন বিশ্বাস করতে পারছিলেন না স্নেহা। ছবির শুটিংয়ের জন্য কলেজের পড়াশোনা থেকে সাময়িক বিরতি নেন স্নেহা

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?

ছবি মুক্তির পর ঐশ্বরিয়ার হুবহু হিসাবেই বেশি পরিচিতি পেতে থাকলেন স্নেহা। এর ফলে সাময়িক ভাবে জনপ্রিয় হলেও আখেরে কোনো লাভ হলো না অভিনেত্রীর। অপরদিকে তার প্রথম ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো। ২০০৬ সালে ‘আরিয়ান’ ছবিতে কাজ করেছিলেন স্নেহা। সেই ছবিও ভালো ব্যবসা করতে পারেনি। হতাশ হয়ে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন স্নেহা

ঐশ্বরিয়ার মতো বলেই স্নেহাকে বারবার ফোন সালমানের?
[caption id="attachment_415190" align="aligncenter" width="725"] ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বর্যাকে যে লুকে দেখা গিয়েছিল, ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবির একটি গানে স্নেহার লুকও একই রকম ছিল। তা গানের প্রয়োজনে রাখা হয়েছিল না কি ঐশ্বর্যাকে ‘খুঁজে পেতে’ সালমান নিজের ইচ্ছাতেই এমন করেছিলেন, তা যদিও অজানা[/caption] [caption id="attachment_415184" align="aligncenter" width="640"] ১৯৮৭ সালের ১৮ ডিসেম্বর ওমানে জন্ম স্নেহার। ওমানে স্কুলে ভর্তিও হয়েছিলেন তিনি। কিন্তু শৈশবের কিছু দিন ওমানে কাটানোর পর ভারতে চলে আসেন তিনি। মুম্বাইয়ে আসার পর সেখান থেকেই স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন স্নেহা। কলেজে পড়াকালীন তার সঙ্গে সালমানের বোন অর্পিতার আলাপ হয়[/caption] [caption id="attachment_415185" align="aligncenter" width="1200"] স্নেহার সঙ্গে অর্পিতার আলাপ বাড়তে থাকায় তাদের মধ্যে ফোন নম্বরও আদানপ্রদান হয়। দু’জনে একসঙ্গে বাইরে দেখাও করতেন। কলেজে পড়ার সময় স্নেহার জীবনে কঠিন সময় এসে পড়ে। স্নেহার মায়ের ক্যান্সার ধরা পড়ে। মাকে নিয়ে ব্যস্ত থাকতেন স্নেহা। দিনের বেশির ভাগ সময় হাসপাতালে কাটাতেন তিনি[/caption] [caption id="attachment_415188" align="aligncenter" width="1200"] হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর হঠাৎ স্নেহার কাছে একটি ফোন আসে। ফোনের ও পার থেকে ভেসে আসে পুরুষ কণ্ঠ— ‘হ্যালো, আমি সালমান খান বলছি।’ স্নেহা ভাবতেন, কেউ মনে হয় তার সঙ্গে মশকরা করছেন। তাই কোনও কথা না বলে ফোন রেখে দিতেন তিনি। কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকল। কোনোবারই ফোনে কথা বলেননি স্নেহা। চিকিৎসার পর হাসপাতাল থেকে স্নেহার মা ফিরে এলে তাকে পুরো ঘটনা খুলে বলেন স্নেহা। এক অপরিচিত ব্যক্তি মেয়েকে ফোন করে বিরক্ত করছেন শুনে সেই নম্বরে ফোন লাগান স্নেহার মা। ফোনের ওপারে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলার পর আশ্বস্ত হন তিনি। ফোনের ওপারে ছিলেন স্বয়ং সালমান। ভাইজানই বারবার ফোন করতেন তার মেয়েকে[/caption] [caption id="attachment_415191" align="aligncenter" width="1200"] সালমান জানান, অর্পিতা তাকে স্নেহার বিষয়ে বলেছিলেন। সালমানের কোনও ছবিতে যদি স্নেহাকে কাজ দেয়া যায়, তা নিয়ে আগ্রহী ছিলেন অর্পিতা। স্নেহার ফোন নম্বরও সালমানকে দিয়েছিলেন অর্পিতা। বোনের কথা রাখতে সলমন তার পরবর্তী ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন স্নেহাকে। বড় পর্দায় অভিষেক হবে সালমানের হাত ধরে! এ যেন বিশ্বাস করতে পারছিলেন না স্নেহা। ছবির শুটিংয়ের জন্য কলেজের পড়াশোনা থেকে সাময়িক বিরতি নেন স্নেহা[/caption] [caption id="attachment_415192" align="aligncenter" width="1440"] ছবি মুক্তির পর ঐশ্বরিয়ার হুবহু হিসাবেই বেশি পরিচিতি পেতে থাকলেন স্নেহা। এর ফলে সাময়িক ভাবে জনপ্রিয় হলেও আখেরে কোনো লাভ হলো না অভিনেত্রীর। অপরদিকে তার প্রথম ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো। ২০০৬ সালে ‘আরিয়ান’ ছবিতে কাজ করেছিলেন স্নেহা। সেই ছবিও ভালো ব্যবসা করতে পারেনি। হতাশ হয়ে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন স্নেহা[/caption] [caption id="attachment_415189" align="aligncenter" width="750"] দুই বছরের বিরতি নিয়ে কলেজের পড়়াশোনা শেষ করলেন স্নেহা। তার পর আবার অভিনয় জগতে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। তবে এবার আর বলিউডে নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেন তিনি। তবে আবার অভিনয় শুরু করার আগে সলমনের কাছে পরামর্শ চেয়েছিলেন স্নেহা। সলমন তাকে জানান, প্রথম ছবি ফ্লপ হওয়ার পরেও স্নেহা যখন প্রস্তাব পাচ্ছেন তা হলে তিনি অভিনয় জগতের জন্যই তৈরি। সালমান বলেন, আগে তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইতে। এখন ইন্ডাস্ট্রি তোমার সঙ্গে কাজ করতে চাইছে[/caption] [caption id="attachment_415187" align="aligncenter" width="1820"] সালমানের অনুমতি নিয়েই অভিনয় শুরু করেন স্নেহা। বলিউড থেকে তিনি সাফল্যের যে স্বাদ পাননি, তা তাকে এনে দিল দক্ষিণী সিনেমা জগত। একের পর এক তেলুগু ছবি, এমনকি কন্নড় ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে স্নেহাকে। ২০১০ সালে আবার হিন্দি ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেন স্নেহা। ‘ক্লিক’ নামে একটি হরর ঘরানার ছবিতে শ্রেয়স তালপাড়ের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাকে। কিন্তু ছবিটি বক্স অফিস থেকে উপার্জন করতে ব্যর্থ হয়[/caption] [caption id="attachment_415183" align="aligncenter" width="1280"] ২০১৫ সালে ‘বেজুবান ইশক’ নামে আরো একটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন স্নেহা। কিন্তু এই ছবিটিও মুখ থুবড়ে পড়ে। তাই দক্ষিণী সিনেমাজগতেই আবার ফিরে যান তিনি। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোস্ট ওয়েলকাম’ নামের একটি বাংলা ছবিতে কাজ করেছিলেন স্নেহা। তবে বেশিদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেননি স্নেহা। সিনেমার শুটিং করার সময় তিনি হঠাৎ লক্ষ করতে শুরু করলেন যে, একটানা ৩০ থেকে ৪০ মিনিটের বেশি দাঁ[ড়িয়ে থাকতে পারছিলেন না স্নেহা। প্রথমে এই রোগকে পাত্তা না দিয়ে অনবরত কাজ করে গেছেন তিনি[/caption] [caption id="attachment_415186" align="aligncenter" width="800"] কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শয্যাশায়ী হয়ে পড়েন স্নেহা। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে তিনি যখন আবার ইন্ডাস্ট্রিতে ফিরে আসার চেষ্টা করেন, তত দিনে তাকে সবাই ভুলে গেছেন। এক পুরনো সাক্ষাৎকারে স্নেহা বলেন, অভিনয় জানি না বলে যে আমি ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছি, তা নয়। বহু বছর অসুস্থ ছিলাম বলেই আমাকে কাজ করতে দেখা যায়নি। ২০২০ সালে ‘এক্সপায়েরি ডেট’ নামে একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় স্নেহাকে[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App