×

আন্তর্জাতিক

ইউক্রেনে গণহত্যার সন্ধান পায়নি জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৬:১৩ পিএম

ইউক্রেনে গণহত্যার সন্ধান পায়নি জাতিসংঘ

ফাইল ছবি

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর দেশটিতে ‘গণহত্যা’ সংঘটিত হওয়ার কোনো তথ্য খুঁজে পায়নি জাতিসংঘের তদন্তকারী দল।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিষয়টি জানিয়েছেন দলটির প্রধান। তদন্ত দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইউক্রেনে গণহত্যার কোনো ঘটনা খুঁজে পাওয়া যায়নি। খবর ইউরো নিউজের।

তিনি আরো বলেন, সেখানে আমরা লক্ষ্য করেছি যে, দেশটিতে এই সংঘাতের এমন কিছু দিক আছে যা এ ধরনের অপরাধের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে; কিন্তু আমরা এখনো এখানে এমন ঘটনার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি।

ইউক্রেনের প্রায় পাঁচশতাধিক লোকের সঙ্গে আলাপ করে এবং বিভিন্ন স্যাটেলাইট ছবি ও কবরস্থান পরিদর্শন করে এই তদন্ত প্রতিবেদন গঠন করেছে জাতিসংঘ। এতে বলা হয়, ইউক্রেনে রুশ কর্তৃপক্ষ বিভিন্ন প্রকার আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে।

এই তদন্তকারী দল আরো জানিয়েছে, ইউক্রেনে ব্যাপক পরিমাণে যুদ্ধাপরাধ হয়েছে। অনেক ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। তবে ‘গণহত্যা’ হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App