×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়াকে দুই শতাধিক টমাহক মিসাইল দেবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৩:৫৪ পিএম

অস্ট্রেলিয়াকে দুই শতাধিক টমাহক মিসাইল দেবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার কাছে ২২০টি দূর পাল্লার টমাহক ক্রুজ মিসাইল বিক্রি করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এর অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে অস্ট্রেলিয়া এসব মিসাইল পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানায়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৩০ কোটি মার্কিন ডলারের অস্ত্র কেনার চুক্তি হয়েছে অস্ট্রেলিয়ার। খবর সিএনএনের।

এর মধ্যে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য ২২০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। ১৯৯১ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে সর্বপ্রথম এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজের পাশাপাশি সাবমেরিন থেকেও ছোড়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App