নিত্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

আগের সংবাদ

চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের কর্মশালা শুরু ১৮ মার্চ

পরের সংবাদ

১৪৬তম আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩ , ৯:১৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৭, ২০২৩ , ৯:১৬ অপরাহ্ণ

বাহরাইনের রাজধানী মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে গত বৃহস্পতিবার মধ্যরাতে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

বিগত ১১-১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম অ্যাসেম্বলি ও আইপিইউয়ের সংশ্লিষ্ট বৈঠক উপলক্ষে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থান করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সফরকালে স্পিকার ‘প্রোমোটিং পিসফুল কো-এক্সিসটেন্স এন্ড ইনক্লুসিভ সোসাইটিজ: ফাইটিং ইনটোলারেন্স’ শীর্ষক জেনারেল ডিবেটে অংশগ্রহণ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেন।

আইপিইউ সম্মেলন ছাড়াও তিনি অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার মিলটন ডিক ও ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলার সাথে সাক্ষাৎ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়