রাজধানীর ঢাকা জেলার সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটের চরে প্লাস্টিক গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ এসব তথ্য জানান। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শুক্রবার (১৭ মার্চ) দুপুর একটা ১০ মিনিটে প্রথম আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বেলা দুইটা ২০ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের তিনটি এবং কেরাণীগঞ্জ ও হেমায়েতপুর চামড়াশিল্প স্টেশনের দুটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।