বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের শ্রদ্ধা

আগের সংবাদ

নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

পরের সংবাদ

বঙ্গবন্ধুর জন্মদিনে ভারত সরকারের শ্রদ্ধা

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩ , ৮:৪৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৭, ২০২৩ , ৮:৪৮ অপরাহ্ণ

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ভারত সরকারের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। শুক্রবার (১৭ মার্চ) তিনি ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ভারতীয় হাইকমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সেখানে রাখা মন্তব্য খাতায় বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার মন্তব্যে বলেন, বঙ্গবন্ধুর কালজয়ী পরম্পরা ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের পথকে আলোকিত করে চলেছে। আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে এবং যৌথ অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রতি ভারতের অটল প্রতিশ্রুতিকে চালিত করছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়