সুজিত নন্দীর উদ্যোগে ১০৩টি ধর্মীয় উপাসনালয়ে দোয়া-প্রার্থনা

আগের সংবাদ

১৪৬তম আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার

পরের সংবাদ

নিত্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩ , ৯:১১ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৭, ২০২৩ , ৯:২২ অপরাহ্ণ

বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। রমজান মাসে দ্রব্যমূল্য বাড়ার কোন কারণ নাই। এরপরে যদি কোন ব্যবসায়ী বেশি মুনাফার আশায় পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অপচেষ্টা করে তাহলে সরকার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ডিজিটাল পল্লী, স্মার্ট ভিলেজ এক্সপো ২০২৩ মেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিজিটাল ব্যবসার ধারণা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে পৌঁছে দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সমন্বিত উদ্যোগে এই এক্সপো আয়োজন করা হয়।

মন্ত্রী আরো বলেন, রোজায় বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তর অনেকগুলো কমিটি গঠন করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠে কাজ করবে।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। ডিজিটাল পল্লী নিয়ে উপস্থাপনা করেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। মেলায় ই-কমার্স সংশ্লিষ্ট ৬৫টি স্টল তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী করেন।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়