চমেকে ছাত্র নির্যাতনের ঘটনায় বহিষ্কার ৭

আগের সংবাদ

সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে

পরের সংবাদ

সাংবাদিকদের তথ্যমন্ত্রী

দেশের উন্নয়নের পথে প্রধান বাধা বিএনপি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩ , ৯:৫১ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ১৭, ২০২৩ , ১০:২৩ পূর্বাহ্ণ

বিএনপি দেশের উন্নয়নের পথে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির পথে প্রধান বাধা সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি। এদের প্রতিহত করতে হবে।

আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, সমস্ত অপশক্তিকে দমন করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে দেশ এগিয়ে যাচ্ছে।

এর আগে, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলের সুরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী।

এরপর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়