চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও সংগীত ভবন চট্টগ্রাম যৌথ উদ্যোগে দু’দিন ব্যাপী চলচ্চিত্র লেকচার ওয়ার্কশপ ও ফিল্ম সেশনের আয়োজন করেছে। আগামী ১৮ ও ১৯ মার্চ অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্রী রাজা সেন।
জানা গেছে, ১৮ মার্চ সন্ধ্যা ৬টায় সঙ্গীত ভবনে অনুষ্ঠিত হবে রাজা সেনের সঙ্গে মিট দ্য ডিরেক্টর সেশন। সেশনে রাজা সেনকে নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।
এছাড়া ১৯ মার্চ সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আয়োজিত হবে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের অভিষেক। এর পর রাজা সেন পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘সহস্রাব্দের সেরা বাঙালি’ প্রদর্শন করা হবে। সবশেষে থাকবে পরিচালকের আলাপচারিতা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।