×

সারাদেশ

স্বতন্ত্র প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক নির্বাচিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৯:০৫ পিএম

স্বতন্ত্র প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক নির্বাচিত

বিজয়ী প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক। ছবি: ভোরের কাগজ

স্বতন্ত্র প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক নির্বাচিত

ছবি: ভোরের কাগজ

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলেও প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে। এ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক (আনারস) প্রাপ্ত ভোট ৫৯৬৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার পেয়েছেন ৩৯৯৬ ভোট।

[caption id="attachment_414978" align="alignnone" width="1045"] ছবি: ভোরের কাগজ[/caption]

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৫৮ এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৪২ পুরুষ ভোটার ১২ হাজার ৪১৬। গত ১৮ নভেম্বর ২০২২ ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ. কুদ্দুস মিয়া মৃত্যুবরণ করায় এ ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App