×

আন্তর্জাতিক

লিবিয়ায় ২.৫ টন ইউরেনিয়াম উধাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৩:৩২ পিএম

লিবিয়ায় ২.৫ টন ইউরেনিয়াম উধাও

ছবি: সংগৃহীত

যুদ্ধ-বিধ্বস্ত দেশ লিবিয়া থেকে বিপুল পরিমাণ ইউরেনিয়াম উধাও হয়ে গেছে। হদিশ না থাকা এই ইউরেনিয়ামের আনুমানিক পরিমাণ প্রায় ২.৫ টন। জাতিসংঘের পরমাণু সংস্থা বলেছে, লিবিয়ার একটি স্থাপনা থেকে আনুমানিক আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়ামের খোঁজ পাওয়া যাচ্ছে না।

চলতি সপ্তাহের শুরুর দিকে ওই সাইট পরিদর্শনে যান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা। এরপর এমন বিস্ফোরক তথ্য সামনে আনেন তারা। খবর বিবিসি’র।

আইএইএ জানিয়েছে, ১০ ড্রাম ইউরেনিয়াম আকরিক ওই সাইট থেকে উধাও হয়ে গেছে। এমন পরিস্থিতি রেডিওলজিক্যাল ঝুঁকির পাশাপাশি পারমাণবিক নিরাপত্তা উদ্বেগও দেখা দিয়েছে।

আইএইএ বলছে, ওই পরমাণু বস্তুগুলো উধাও হওয়া এবং সেগুলো কোথায় আছে, তা নিশ্চিতে তারা আরও তদন্ত করবে।

এদিকে ওই ইউরেনিয়াম কবে উধাও হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, পরিদর্শকরা গত বছরই ওই সাইট পরিদর্শনে যেতে চেয়েছিলেন। কিন্তু লিবিয়ায় বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে চলমান লড়াইয়ের কারণে তা পিছিয়ে যায়।

অন্যদিকে যে সাইট থেকে ওই ইউরেনিয়াম উধাও হয়েছে, সেটি সরকার নিয়ন্ত্রিত এলাকা নয় বলেও জানিয়েছে আইএইএ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App