×

শিক্ষা

আমাদের সৌভাগ্য একজন শেখ হাসিনা আছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৬:১৪ পিএম

আমাদের সৌভাগ্য একজন শেখ হাসিনা আছেন

কুমিল্লার মুরাদনগরে গতকাল বৃহস্পতিবার উপজেলার ৬ নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি। ছবি: ভোরের কাগজ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষাকে সরকারীকরণ করেছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে অগ্রণী ভূমিকায় রেখেছেন বলেই বর্তমান প্রজন্ম আমাদের চাইতে অনেক গুন বেশি জানেন। আমাদের সৌভাগ্য আমাদের একজন শেখ হাসিনা আছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলার ৬ নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বর্তমান শিক্ষাক্রম হবে সৃজনশীল, মানবিক, চিন্তাশীল ও যোগাযোগ নির্ভর। ফলে বর্তমান প্রজন্মকে ভুল ব্যাখ্যা দিয়ে তাদের মগজ ধোলাই করার দিন শেষ হয়ে যাবে এটা বুঝতে পেরে একটি পক্ষ পাঠ্যবই নিয়ে অপপ্রচার চালাচ্ছে। যারা পাঠ্যবই নিয়ে বলছেন, তাদের উদ্দেশ্য যদি সৎ হতো, তাহলে নিশ্চয় তারা মিথ্যার আশ্রয় নিতেন না। কদর্য আচরণ করতেন না। বিভিন্ন কিছু এডিটিং করে গুজব ছড়াতেন না। এরা কারা? এরাই তারা, যারা পঞ্চাশের দশকে বলেছিল, নৌকায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে। কৈ গত পঞ্চাশ বছরে তো কারো বিবি তালাক হয়নি! এরাই তারা, যারা নব্বইয়ের দশকে বলেছিল, নৌকায় ভোট দিলে ফেনী পর্যন্ত ভারতের অংশ হয়ে যাবে, মসজিদে মসজিদে উলুধ্বনি হবে। এর কোনোটিই কিন্তু ঘটেনি। বরং বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল করে স্মাট বাংলাদেশ বিনির্মানের দিকে এগিয়ে যাচ্ছেন।

প্রাক্তন ছাত্র মো. ফরিদ উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) মো. জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন- প্রফেসর মুসলেহ্ উদ্দিন সরকার। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- ড. হেলাল উদ্দিন এনডিসি, প্রফেসর ড. জামাল নাছের, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুর রাজ্জাক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন প্রমুখ।

বক্তব্য শেষে বিদ্যালয়ের পাচঁজন সাবেক শিক্ষকের হাতে সম্মাননা তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এম.পি। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সংঙ্গীত পরিবেশন করেন, জনপ্রিয় কন্ঠ শিল্পী আঁখি আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App