ডিসি কমিকসের সুপারহিরো শাজাম। ২০১৯ সালে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যায় এই সুপারহিরোকে। সিকুয়েল নিয়ে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছে শাজাম। ১৭ মার্চ সারা বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে শাজাম! ফিউরি অব দ্য গডস।
অন্যান্য দেশের মতো একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। ডেভিড এফ স্যান্ডবার্গ পরিচালিত এই সিকুয়েলে অভিনয় করছেন প্রথম সিনেমায় অভিনয় করা জ্যাচারি লেভি, অ্যাশার অ্যাঞ্জেল, জ্যাক ডিলান গ্রেজার, হেলেন মিরেন, রস বাটলার প্রমুখ।
ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। আর ট্রেলারে ভালোই সাড়া ফেলেছে সিনেমাটি। তাইতো বক্স অফিসে অন্যান্য সুপারহিরোদের মতো শাজামও সাড়া ফেলবে বলে আশা করছেন নির্মাতারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।