তিস্তার পানি প্রত্যাহার নিয়ে জবাব চাইবে বাংলাদেশ

আগের সংবাদ

আমি খুনের সঙ্গে জড়িত না: আরাভ খান

পরের সংবাদ

শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩ , ৭:০০ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৬, ২০২৩ , ৭:০০ অপরাহ্ণ

ঢালিউডের পাপারাজ্জি সংস্কৃতির জনক শাকিব খানের বিরুদ্ধে এবার ‘ধর্ষণের’ বিস্ফোরক অভিযোগ তুলেছেন এক প্রযোজক।

বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ। শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রহমত উল্ল্যাহর অভিযোগ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহকারী প্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। এরপর দেশে পালিয়ে আসেন তিনি। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া পুলিশের কাছে সেই ভুক্তভোগীও একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বলে দাবি করেছেন অভিযোগকারী প্রযোজক। শুধু তাই নয়, সেই অভিযোগে নিজেকে একজন স্বাক্ষী হিসেবেও দাবি করেন রহমত উল্ল্যাহ।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়