জাতীয় পার্টির আলোচিত সাংগঠনিক জেলা ব্রাহ্মণবাড়িয়ায় দেয়া হয়েছে নতুন আহ্বায়ক কমিটি। এতে শাহ জামাল রানাকে করা হয়েছে আহ্বায়ক। আর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ আল হেলালকে দেয়া হয়েছে সদস্য সচিবের দায়িত্ব।
আজ বৃহস্পতিবার পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের অনুমতিক্রমে আহবায়ক কমিটি স্বাক্ষর করেন জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।
দীর্ঘ দিন জেলার নেতৃত্বে থাকা আলোচিত ব্যক্তিত্ব ও রাজনীতিক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এবং এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মো. মামুনূর রশীদকে সম্মানিত সদস্য করা হয়েছে। সাত জনকে যুগ্ম আহবায়ক ও চার জনকে যুগ্ম সদস্য সচিব করে ১২৫ সদস্যদের আহ্বায়ক কমিটি চুড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য নানা কারণে দীর্ঘদিন ধরে জাতীয় পার্টিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ করে পার্টির বির্তকিত প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাড.রেজাউল ইসলাম ভূইয়ার এক কেন্দ্রিক কর্মকান্ডের কারণে বিক্ষুব্ধ ছিল ব্রাহ্মণবাড়িয়া জাতীয় পার্টি। পল্লীবন্ধুর জীবদ্দশায় রেজাউল ক্ষমতার অপব্যবহার করে মাত্র ছয় মাসের মাথায় মৃধার নির্বাচিত কমিটি ভেঙ্গে দেয়। এরপর জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে এলে প্রবল ক্ষমতাধর হয়ে ওঠা রেজাউল, অ্যাড.মৃধাকে বাদ দিয়ে নিজেই আহবায়ক হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।