আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
বান্দরবানে থানচি নারী শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, দেশ-বিদেশে প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার কৌশল অবলম্বন, নারীদের অধিকার আদায়, নারী পুরুষের সমতা, ইভজিং, নারী নির্যাতন প্রতিরোধে করণীয় কৌশলসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে এক বিশেষ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের এই মেলায় বিভিন্ন বিষয়ের স্বশরীরে কলাকৌশল প্রদর্শন, বিজয়ীদের পুরস্কারসহ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) এর আয়োজন করে। মেলায় শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেন।
নারী সমাবেশে প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল গনির সভাপতিত্বে বলিপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য গোপা দেবী চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিএনকেএস-এর প্রোগ্রাম ম্যানেজার পেশল চাকমা, উপজেলা ফোকাল উবাথোয়া, স্পনসর ফোকাল রিতেশ চাকমা, ওইএসআইএসএস প্রকল্পের কর্মীরা এবং বলীপাড়া বাজার উচ্চ্ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মো. মজমুল হক, ক্রীড়া শিক্ষক মো. মাসুম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।