মেয়র আরিফের হার্টে তিনটি রিং স্থাপন

আগের সংবাদ

স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি সচিব

পরের সংবাদ

ডিমলায় উপ নির্বাচনে বিজয়ী নৌকার ফিরোজ

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩ , ৮:৪৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৬, ২০২৩ , ৮:৪৪ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নে পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এ,এইচ,এম ফিরোজ বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ৬২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় চশমা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মজির উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২৮ ভোট ও আমিনুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৭৮৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম জানান, সদর ইউনিয়নে মোট ভোটার ৩৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩১১ এবং নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ১৮ হাজার ১১০ জন। মোট ভোটের ৫০ শতাংশ ভোট পড়েছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪.৩০ টা পর্যন্ত ইভিএমএর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়