সুপ্রিম কোর্টে সংঘর্ষে আইনজীবী রিমান্ডে

আগের সংবাদ

স্বাধীনতা দিবসে বিএনপির ১০ দিনের কর্মসূচি

পরের সংবাদ

জবি রাষ্ট্রবিজ্ঞানের পুনর্মিলনী ১৮ মার্চ

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩ , ৫:২৫ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৬, ২০২৩ , ৯:১৫ অপরাহ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে শনিবার (১৮ মার্চ)। ‘মিলবো প্রাণে, গড়িব ঐক্য, বাড়াবো শক্তি, দেখাবো আলোরপথ’ স্লোগানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলাভবন প্রাঙ্গণের মুজিব মঞ্চে দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে স্মৃতিচারণ, গল্প, আড্ডা, খেলাধুলা ও আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জহিরুদ্দিন খশরু জানান, ইত্যেমধ্যে রেজিস্টেশন সম্পন্ন হয়েছে। পুনর্মিলনীর জন নির্ধারিত অনুষ্ঠান শুরু হবে। এর মধ্যে সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রা করা হবে। এছাড়া সকাল সাড়ে দশটায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন নজরুল ইসলাপম বাবু এমপি এবং সম্মানিত অতিথি থাকবেন আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাউল-আজম সওদাগর।

তিনি আরো বলেন, পুনর্মিলনীতে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান থাকবে। এর মধ্যে রাত আটটায় র‌্যাফেল হবে এবং রাত নয়টায় আনন্দঘন পুনর্মিলনী সমাপ্ত হবে। এই পুনর্মিলনী আয়োজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে। এছাড়া সবার সমন্বিত প্রয়াসে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যাসোসিয়েশনের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়