কোনো আপস হবে না, সুষ্ঠু নির্বাচন হবে

আগের সংবাদ

ভোট কেন্দ্র থেকে জীবন্ত ঘোড়া জব্দ

পরের সংবাদ

ইমরানের র‌্যালিতে হাইকোর্টের বাধা

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩ , ৪:৩৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৬, ২০২৩ , ৪:৩৬ অপরাহ্ণ

নিরাপত্তা হুমকি থাকা সত্ত্বেও রবিবার ১৯শে মার্চ লাহোরে ‘মিনারে পাকিস্তানে ঐতিহাসিক’ র‌্যালি করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিকে ইসনাফ (পিটিআই) দল। এতে নেতৃত্ব দেয়ার কথা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। কিন্তু তাদের সেই কর্মসূচিকে আইন দিয়ে আটকে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) লাহোর হাইকোর্ট এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা রক্ষা করতে দলটির প্রতি অনুরোধ করেছে আদালত। বুধবার জামান পার্কের বাসভবনে ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বন্ধ করার আহ্বান নিয়ে হাইকোর্টে যান পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

তোষাখানা মামলা এবং ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরীকে হুমকি দেয়ার মামলায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান রয়েছে। আদালতের সেই আদেশ বাস্তবায়ন করতে জামান পার্কে যায় পুলিশ, রেঞ্জারস।

আদালত প্রাথমিক শুনানিতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গ্রেপ্তার অভিযান বন্ধ রাখতে পুলিশের প্রতি নির্দেশ দেয়। এর ফলে পিছু হটতে বাধ্য হয় রেঞ্জার্স, পুলিশ। ফলে সেখানে যে ‘রণক্ষেত্রের’ রূপ ধারণ করেছিল, তা প্রশমিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়