×

সারাদেশ

বাজার সিন্ডিকেট করা যাবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৩:০৮ পিএম

বাজার সিন্ডিকেট করা যাবে না

ছবি: ভোরের কাগজ

‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বুধবার (১৫ মার্চ) বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

আলোচনা সভার সভাপতি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ শীল বলেন, ‘বাজার দর নিয়ে সিন্ডিকেট করা যাবে না ৷ মেয়াদোত্তীর্ন পণ্য, খাবার ও ঔষধ বিক্রি করা যাবে না ৷ সামনে পবিত্র রমজান, তাই বাজার দর বৃদ্ধি করে ভোক্তাদের অধিকির হরণ করলে জরিমানা ও জেল উভয় দন্ডে দন্ডিত করা হবে ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা মিনু, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নুর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, মৎস্য কর্মকর্তা নাসির উদ্দীন, উপজেলা সহকারী প্রোগ্রামার আসমা আক্তার মারিয়া, তথ্য সেবা কর্মকর্তা মাহবুবা সিকদার, কাউন্সিলর জগদীশ চন্দ্র মিত্র, ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মো. গোলাম মোস্তফা, আনন্দ টিভির সাংবাদিক বায়েজিদ বাপ্পি, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি ও প্রভাষক মোহসীন হোসেন মোল্লা, সাংবাদিক জাহিদুল ইসলাম, সাংবাদিক উত্তম দাসসহ বিভিন্ন ব্যবসায়ীরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরুন কুমার সাহা ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App