×

সারাদেশ

দেবহাটায় এলইডি লাইট ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৭:১৩ পিএম

দেবহাটায় এলইডি লাইট ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান

ছবি: ভোরের কাগজ

দেবহাটায় হাইড্রোলিক হর্ন, এলইডি লাইট ও মহাসড়কে চলাচলকারী অবৈধ যানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে যানবাহনে অবৈধ এলইডি লাইট লাগানোর কারণে ৩ জনকে জরিমানা ও ১০টি ট্রাকে অবৈধভাবে লাগানোর হাইড্রোলিক হর্ন খুলে নেয়া হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, সড়ক পরিবহনে যত্রতত্র ব্যবহার হচ্ছে অবৈধ এলইডি হেডলাইট ও নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন। মানুষের শ্রবণ শক্তির মারাত্মক ক্ষতিকারক নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ এবং চোখের রেটিনার জন্য ক্ষতিকর এলইডি লাইট অপসারণে এ অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App