×

জাতীয়

চালু হলো মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১০:০৫ এএম

চালু হলো মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন

ফাইল ছবি

মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়েছে। আজ বুধবার সকালে স্টেশন দুটি চালু হয়। এই দুটি স্টেশন চালু হওয়ার পর এখন পর্যন্ত মেট্রোরেলের নয়টি স্টেশন এর মধ্যে ৭টি স্টেশন চালু হলো। এদিকে চলতি মাসের শেষের দিকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায স্টেশন দুটিও চালু হবে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে। যাত্রীদের জন্য খুলে দেয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে উত্তরা থেকে উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ স্টেশন চালু করা হয়। কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন নিয়ে মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন খুলে দেয়া হলো। মেট্রোরেলের প্রথম অংশের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এখন মাত্র দুটি স্টেশন উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া চালু করা বাকি রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, নতুন এই দুই স্টেশন চালুর হওয়ায় যাত্রীদের আরও বেশি সুবিধা হবে। আগের চেয়ে অনেক বেশি পরিমাণ যাত্রী মেট্রোরেলে অল্প সময়ের মধ্যে নিজ নিজ গন্তব্যে যাতায়াত করতে পারবে। চলতি মাসের মধ্যেই বাকি দুটি স্টেশন খুলে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আগামী জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতিও নেয়া হচ্ছে। এদিকে নতুন দুই স্টেশনে যাতায়াতের জন্য ভাড়া ও নির্ধারণ করা হয়েছে। উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা। অন্যদিকে আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App