×

সারাদেশ

চট্টগ্রামে মাদ্রাসাছাত্রের মৃত্যুরহস্য উদঘাটন হয়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৮:১৭ পিএম

চট্টগ্রামে মাদ্রাসাছাত্রের মৃত্যুরহস্য উদঘাটন হয়নি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নগরীতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্র শাবিব শায়ানের (৯) মৃত্যুর রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। মাদ্রাসা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা দাবি করলেও নিহতের স্বজন ও সচেতন নাগরিকদের প্রশ্ন ৯ বছরের শিশু আত্মহত্যা করবে কেন? প্রাণচাঞ্চল্যে ভরপুর দুরন্ত শিশুটি কোনভাবেই আত্মহত্যা করতে পারে না। শিশুটিকে হত্যা করা হয়েছে।

যদি শিশু শাবিব আত্মহত্যা করেও, এর পেছনে মাদ্রাসা শিক্ষকের নির্যাতন করছে কিনা বা তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে কিনা তা তদন্ত করে বের করা জরুরি। নিহতের স্বজন ও সচেতন নাগরিকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এদিকে পুলিশ বলছে, চট্টগ্রামে মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন কোন অগ্রগতি নাই।

চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার ভোরের কাগজকে বলেন, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে। ওই শিশুটি মাদ্রাসার শৌচাগারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

যদি ঘটনাটি আত্মহত্যাও হয় সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষকের কোন প্ররোচনা রয়েছে কিনা বা মারধর-নির্যাতনের কোন ঘটনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সংশ্লিস্ট কর্মকর্তা এ বিষয়ে তদন্ত করছেন। নতুন কিছু পাওয়া গেলে আপনাদের জানানো হবে। তদন্ত কর্মকর্তা সকল দিক খতিয়ে দেখছে।

প্রসঙ্গত সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টায় নগরীর মেহেদীবাগ দারুস সোফ্ফা তাহফিজুল মাদ্রাসার বাথরুম থেকে ৯ বছর বয়সের ছাত্র শাবিব শায়ান’র মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের পিতা থানায় আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। সকালে সুস্থ-স্বাভাবিক সন্তানকে মাদ্রাসায় রেখে গিয়েছিল বলে জানান নিহত ছাত্রের পিতা মশিউর রহমান চৌধুরী।

তিনি বলেন, আমার ছেলে কখনওই আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। তার ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে শাবিব শায়ান তার বড় ছেলে। নিহত শাবিবের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায় হলেও সে বাবা-মায়ের সঙ্গে নগরীর দামপাড়া এলাকায় বসবাস করত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App