×

সারাদেশ

আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০১:৪৬ পিএম

আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ১০ টায় দিকে এ উপলক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), আলফাডাঙ্গা শাখার সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা প্রশাসন।

[caption id="attachment_414513" align="aligncenter" width="1481"] ছবি: ভোরের কাগজ[/caption]

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইনউপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান সোনিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা ক্যাবের সহ সভাপতি, ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, অর্থ সম্পাদক শাহারিয়ার হোসেন প্রমুখ।

এ সময় ডাক্তার, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, রাজনৈতি ব্যক্তি, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উপজেলা ক্যাবের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App