×

সারাদেশ

আমতলীতে আ.লীগ-ইশার লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৬:০০ পিএম

আমতলীতে আ.লীগ-ইশার লড়াই

ছবি: ভোরের কাগজ

বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনর্নির্বাচন আগামীকাল (বৃহস্পতিবার)। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অফিস ভোটের সকল প্রস্তুুতি সম্পন্ন করেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ইভিএমে ভোট গ্রহণের সকল উপকরণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে পৌঁছে দেয়া হয়েছে। উপজেলায় ৬১টি কেন্দ্রের ৫৪৯টি বুথের মাধ্যমে ১ লক্ষ ৭১ হাজার ৮৬ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৬১ জন প্রিজাইডিং, ৫৪৯ জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৯৮ জন পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচার-প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী এমএ কাদের মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ওমর ফারুক জেহাদী। তবে অপর স্বতন্ত্র প্রার্থী মো. জিল্লুর রহমান রুবেল মোক্তারের নেই কোন প্রচার-প্রচারণা।

এদিকে, আওয়ামী লীগ আভ্যন্তরীণ কোন্দলের কারণে নেতাকর্মীরা বিছিন্নভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাদের এমন কর্মকাণ্ডে সাধারণ ভোটাররা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। এ সুযোগটা লুফে নিতে মরিয়া হয়ে কাজ করছেন দুর্বল দলের প্রার্থী মুফতি ওমর ফারুক জেহাদী।

সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এ নির্বাচন হবে দুর্বল দলের প্রার্থীর সাথে সবল দলের প্রার্থীর লড়াই। আওয়ামী লীগ দুর্গখ্যাত আমতলী উপজেলায় এই প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী এতো তুমুল লড়াইয়ের সাহস পাচ্ছে। এ রহস্য নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে নানা কৌতুহল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি ওমর ফারুক জেহাদী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হবো।

অন্যদিকে, আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট এমএ কাদের মিয়া বলেন, আওয়ামী লীগ দুর্গ আমতলীতে নৌকার বিজয় নিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সবাই নৌকায় ভোট দিবে বলে আশাবাদী।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ঋণ খেলাপির তথ্য গোপন করার অভিযোগে উচ্চ আদালত ফোরকানকে বরখাস্ত করে ওই পদ শূন্য ঘোষণা করেন।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ইভিএমে ভোট গ্রহণের জন্য সকল ধরণের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম সকল ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে বলেন, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনে প্রশাসন বদ্ধপরিকর। কোন অবস্থাতেই নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হয় তা মেনে নেয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App