মানিকগঞ্জ জেলার সর্ববহৎ আশ্রয়ণ প্রকল্প সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে কালিগঙ্গা নদী তীরবর্তী প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পটি পরিদর্শন করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। জমিসহ ঘর পাওয়া আব্দুল হক, বারেক খা, আছিয়া ও সমুনা জেলা প্রশাসকের কাছে তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। তবে মাথা গোঁজার ঠাই পেয়ে তারা সন্তষ্টি প্রকাশ করেন। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী অনেকের ওই এলাকায় জীবিকার ব্যবস্থা হয়েছে বলেও তারা জানান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, এখানে আশ্রয় পাওয়া প্রতিটি পরিবারের সদস্যদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রকল্প এলাকায় একটি মসজিদ ও খেলার মাঠ করা হয়েছে। কমিউনিটি সেন্টারসহ যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ,কে,এম আব্দুছ ছালাম প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।