ওমান উপসাগরে মহড়া করবে চীন, রাশিয়া ও ইরান

আগের সংবাদ

গুরুদাসপুরে হেলাল হত্যা মামলায় আটক ৩

পরের সংবাদ

রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ , ৫:২২ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৫, ২০২৩ , ৫:২২ অপরাহ্ণ

রাজধানীর আদাবর ঢাকা উদ্যান এলাকায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।

হাসপাতালে শিশুটির বাবা জানিয়েছেন, পেশায় রিকশাচালক তিনি। মোহাম্মদপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে একটি সিএনজি অটোরিকশা যোগে শিশু আদাবর ঢাকা উদ্যান এলাকায় নিয়ে যায়। সেখানে সিএনজি চালকসহ দুজন মিলে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে তারাই আবার শিশুটিকে মোহাম্মদপুর এলাকায় রেখে পালিয়ে যায়। পরে শিশুটির বড় বোন রাতেই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের জানান, মঙ্গলবার রাতে আদাবর এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। রাতেই পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। শিশুটি পরিবারের সাথে মোহাম্মদপুর এলাকায় থাকে। ঘটনার বিস্তারিত জানার জন্য একাধিক টিম কাজ করছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসি) সমন্বয়কারী ডা. আফরোজা বলেন, শিশুটির গোপনাঙ্গে ইনজুরি আছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়