আমতলীতে আ.লীগ-ইশার লড়াই

আগের সংবাদ

অসুস্থ মেয়র আরিফকে ঢাকায় স্থানান্তর

পরের সংবাদ

রমজানে ব্যাংক লেনদেন আড়াইটা পর্যন্ত

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ , ৬:০০ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৫, ২০২৩ , ৯:০৭ অপরাহ্ণ

আসন্ন রমজান মাসে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, রোজায় সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে।

বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলারে জারি করা হয়েছে। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছাতে বিকেল চারটা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। বর্তমানে সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ব্যাংকের লেনদেন হয়। আর ব্যাংক খোলা থাকে বিকেল পাঁচটা পর্যন্ত।

সাধারণভাবে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যাংকের লেনদেন ও সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। তবে ডলার সংকটের এই সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের আলোকে গত বছরের শেষভাগে ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমানো হয়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়